রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
The Daily Post

টাঙ্গাইলে একদিনে দুই মরদেহ উদ্ধার 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে একদিনে দুই মরদেহ উদ্ধার 

টাঙ্গাইলের একদিনে ধানক্ষেত ও রেললাইনের পাশ থেকে দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার ঘাটাইল ও কালিহাতী থেকে এ মরদেহ দুটি  উদ্ধার করা হয়।

তারমধ্যে ঘাটাইল উপজেলার কাইতকাই এলাকায় ধানক্ষেতের পাশ থেকে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করে। ওই কিশোরের নাম শামীম। সে উপজেলার ভানিকাত্রা গ্রামের ভ্যানচালক করিমের ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত থেকে সে নিখোঁজ ছিল। সে অন্যের দোকানে কাজ করতো। স্থানীয়দের ধারণা, ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

অপরদিকে, কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকার বিষয়টি রেলওয়ে পুলিশকে খবর জানানো হয়। তারা মরদেহটি উদ্ধার করছেন।

টিএইচ